Showing posts with label Ice Cream. Show all posts
Showing posts with label Ice Cream. Show all posts

Saturday, April 23, 2016

গরমে ঠাণ্ডা আইসক্রিম

এই গরমে আইসক্রিম!
এই গরমে ঠাণ্ডা আইসক্রিমের চেয়ে লোভনীয় খাবার কমই আছে। ছেলে বুড়ো সবাই এর ভক্ত। যাদের ‍আইসক্রিমের নাম শুনলেই খেতে ইচ্ছে করে তাদের জন্য খুব সহজ রেসিপি। আসুন মজার একটি আইসক্রিম ঘরেই তৈরি করি। 
যা যা লাগবে:
হুইপ ক্রিম ২ কাপ, ২ কাপ ফ্রেশ ক্রিম, চিনি ৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ। 
যেভাবে করবেন:
প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম এবং ফ্রেশ ক্রিমে চিনি দিয়ে খুব ভালো করে ফেটে নিন। যতক্ষণ পর্যন্ত চিনি মিশে না যায়। 
এবার ভ্যানিলা এসেন্স দিন। ভালো করে বিট করুন। একটি বলে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করতে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। 
মিশ্রণটি বের করে এবার খুব ভালো করে বিট করুন। মিশ্রণটি ফোম হয়ে গেলে আবার ৮ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। 
এইতো, তৈরি হয়ে গেল দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। পছন্দ মতো বাদাম, স্ট্রবেরি অথবা চেরি দিয়ে সাজিয়ে সুন্দর স্বচ্ছ একটি বাটিতে পরিবেশন করুন। 
কিন্তু বন্ধুরা গরমে শুধু আইসক্রিম খেলেই তো হবে না। সুস্থ থাকতে বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন, পুষ্টি বিশেষজ্ঞ তামান্না চৌধুরী। তিনি বলেন, এই গরমে চা, কফির পরিবর্তে প্রচুর পানি পান করতে হবে, সঙ্গে প্রচুর ফল ও ফলের জুসও খেতে হবে। 

দিলবাহার

দিলবাহার



প্রস্তুতি: ১৫ মিনিট
তৈরি: ৪ মিনিট

উপকরণ: বড় কলা ২টি, ঘন টকদই ১ কাপ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা-চামচ, কনডেন্সড মিল্ক ছোট ১ কৌটা, সবুজ আঙুর ১০-১২টি, কালো আঙুর ১০-১২টি, স্ট্রবেরি ৮-১০টি, কমলালেবু ১টি ও চকলেট চিপস ১ মুঠো পরিমাণ।



প্রণালি: কলা টুকরো করে কেটে নিন। অন্য পাত্রে দই ও কনডেন্সড মিল্ক একসঙ্গে ফেটে তাতে ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে নিন। আইসক্রিমের লম্বা গ্লাসে থাকে থাকে ফল সাজিয়ে নিন। প্রতিটি থাকের মধ্যে কিছু দইয়ের মিশ্রণ ঢেলে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। বের করে ওপরে চকলেট চিপস দিয়ে পরিবেশন করুন।