Showing posts with label খিচুরি. Show all posts
Showing posts with label খিচুরি. Show all posts

Friday, May 6, 2016

White Khicuri

White Khicuri

Ingredients:

  1. Cinigura rice/ Bashmati rice - 1 cup
  2. Moong Dal - 1/4 cup
  3. Masoor Dal- 1/4 cup
  4. Carrot (cut in cube size)- 1/4 cup
  5. Green pea- 1/4 cup
  6. Onion (chopped) - 1/4 cup
  7. Ginger paste- 1 Tbs
  8. Green chili- 2-3 pieces
  9. Bay leaf- 2 pieces
  10. Cardamom- 3 pieces
  11. Cinnamon - 2 pieces
  12. Salt- 1 ts or to taste
  13. Oil- 1/4 cup
  14. Ghee - 1 Tbs 
  15. Hot boiled water- 3 cups

Procedure:

  1. Dry roast moong dal for few minutes. Then wash the rice, roasted moong dal and masoor dal together. Soak them in water for 20 minutes then drain the water and set aside.
  2. Now heat the oil in a big pan. Add the chopped onion and fry til golden brown color come out. Then add the cubed carrot and green pea; and fry for few minutes. 
  3. Add the bay leaf, cardamom, cinnamon and ginger paste and fry for another 1 minute.
  4. Then add the rice and fry them until a nice aroma come out (around 3-4 minutes). Add the hot boiled water, salt, green chili and ghee; and let it cook in medium heat for around 4-5 minutes.
  5. Cover the pan and let it cook in low heat for around 20-25 minutes.
  6. Then turn off the heat and do not open the lid for 10 minutes.
  7. Place the white khichuri on a serving dish and enjoy with kabab or chutney.

Saturday, April 23, 2016

খিচুরি - Khichuri




পহেলা বৈশাখে আমাদের অনেকের বাড়িতেই অতিথি আসবেন। সকালটা তো পান্তা-ভর্তা দিয়েই কেটে যাবে। কিন্তু দুপুর বা সন্ধ্যার মেন্যুতে কি রাখবেন তাই ভাবছেন? জেনে নিন খুব সহজে তৈরি করা যায় এমন কয়েকটি খিচুরির রেসিপি:

সবজি খিচুরি
যা যা লাগবে : চাল ৫০০ গ্রাম, মসুর ডাল ৩০ গ্রাম, পটল ১ কাপ; পেঁপে ১ কাপ, বেগুন ১ কাপ, কাঁচামরিচ ১০-১২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গোলমরিচ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, পানি আন্দাজমতো, তেল আধা কাপ, তেজপাতা ২টি, এলাচ ২টি, দারচিনি ২ টুকরা।
যেভাবে করবেন: চাল-ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম দিয়ে পেঁয়াজ ঢেলে বাদামি করে ভেজে নিন। এরপর চাল-ডাল ঢেলে কিছুক্ষণ ভেজে নিন। পরিমাণমতো পানি ফুটিয়ে রাখুন, চাল-ডাল ভাজা হলে পানি দিয়ে নেড়েচেড়ে দিন। একে একে সব উপকরণ ঢেলে দিন, কাঁচামরিচ অর্ধেক গোটা ও অর্ধেক চিরে দিন। পানি শুকিয়ে গেলে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

নবরত্ন শাহী খিচুরি
যা যা লাগবে : পোলাওয়ের চাল ৫ কাপ, মসুর ডাল ২ কাপ, ভাজা মুগ ডাল ২ কাপ, মুরগির মাংস আধা কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শাহী জিরা বাটা ১ চা-চামচ, এলাচ ৩টি, তেজপাতা ২টি, গোলমরিচ ৬-৭টি, কাঁচামরিচ ফালি ৮টি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, লবণ, পানি, তেল, ঘি পরিমাণমতো টক দই আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, চিনি ১ চা-চামচ।
যেভাবে করবেন : চাল-ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস নিয়ে লেবুর রস, টক দই, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, চিনি, তেল দিয়ে মেখে রান্না করুন। মাংস রান্না হয়ে এলে শাহী জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে রাখুন।
অন্য একটি পাত্রে তেল গরম দিয়ে অর্ধেক পেঁয়াজ ভেজে বেরেস্তা করে বাকি পেঁয়াজ বাদামি করে ভেজে চাল-ডাল, গোলমরিচ, এলাচ-তেজপাতা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট নাড়াচাড়া করুন। এরপর ফুটানো পানি, হলুদ গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন। ১০ মিনিট পর মৃদু আঁচে দমে রাখুন। মাংস দিয়ে নেড়েচেড়ে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

ইলিশ খিচুরি
যা যা লাগবে: পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল আধা কেজি, ইলিশ মাছ ৮ পিস, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া দেড় চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ১৪-১৫টি, লবণ স্বাদমতো, পানি ৩ লিটার, টক দই ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, এলাচ ৩টি, লবঙ্গ ৪টি, সাদা গোলমরিচ ৬-৭টি।

যেভাবে করবেন : ইলিশ মাছ ধুয়ে লবণ, হলুদ মেখে হালকা ভেজে নিন। কড়াইয়ে তেল গরম দিন পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, আধা চা চামচ, হলুদ গুঁড়া, টক দই লবণ পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে পানি দিন। ফুটে উঠলে মাছ দিয়ে দিন। ঝোল ঘন মাখা মাখা হলে নামিয়ে নিন। অন্য পাত্রে তেল গরম দিয়ে একে একে পেঁয়াজ কুচি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ দিয়ে নেড়ে দিন। চাল-ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে চাল-ডাল ঢেলে কিছুক্ষণ ভেজে নিন। পানি ফুটিয়ে রাখুন। কাঁচামরিচ ফালি করে নিন। ফুটানো পানি এবং কাঁচামরিচ দিয়ে দিন। ৫ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে পাত্রের মুখ ঢেকে দিন। ১৫ মিনিট পর দমে দিন।
এবার খিচুড়ির মধ্যে রান্না করা ইলিশ দিয়ে নেড়েচেড়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।